ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গাজীপুরে পাসের হার ৬৪.০২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
গাজীপুরে পাসের হার ৬৪.০২

গাজীপুর: এ বছর গাজীপুরে এইচএসসিতে পাসের হার ৬৪ দশমিক ০২ শতাংশ। ২০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

সেরা হয়েছে গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ। এ কলেজ থেকে ৬২২ জন অংশ নিয়ে ৬১৪ জন উর্ত্তীণ হন।

এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৭৯ এবং পাসের হার ৯৮ দশমিক ৭৯ শতাংশ।  

গাজীপুর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ও জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ঢাকা বোর্ডের অধীনে মোট ২০ হাজার ৪৩২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ১৩ হাজার ৮০ জন শিক্ষার্থী উর্ত্তীণ হন। জিপিএ-৫ পেয়েছেন ৪৭৪ জন।  

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দুই হাজার ৩৯৩ জন আলিম পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে উর্ত্তীর্ণ হয়েছেন এক হাজার ৭০৬ জন এবং পাসের হার ৭১ দশমিক ৩০ শতাংশ।  

গাজীপুর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) খন্দকার ইয়াসির আরেফীন বাংলানিউজকে বলেন, গাজীপুরে এইচএসসি পরীক্ষায় ফল সন্তোষজনক। তবে আরও ভালো করা যেতো।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘন্টা, জুলাই ২৩, ২০১৭
আরএস/জিওয়াই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।