ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এবার জিপিএ-৫ পেয়ে ভাগ্যবান মনে হচ্ছে 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
এবার জিপিএ-৫ পেয়ে ভাগ্যবান মনে হচ্ছে  ছবি: রানা/বাংলানিউজ

ফাতেমাতুজ জোহরা নিসা, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ব্যবসায় শিক্ষা শাখা থেকে এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছি।
 

এত কম ‘এ প্লাস’ ধারীদের মধ্যে একজন হয়ে খুব ভাগ্যবান মনে হচ্ছে নিজেকে। এর পেছনে আমার মায়ের অবদান সবচেয়ে বেশি।

তিনি পড়ালেখার ক্ষেত্রে সবসময় আমার পাশে ছিলেন।  

মতিঝিল আইডিয়াল কলেজের সুনামের অংশ হতে পেরে আনেক ভালো লাগছে। ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্য যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে নিজেকে দেশের সম্পদ ও একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চাই।  

আমার লক্ষ্য একজন নিউজ প্রেজেন্টার হওয়া এবং মা-বাবাকে আমার ভালো কাজের দ্বারা গৌরবান্বিত করা। এজন্য সকল দেশবাসীর কাছে দোয়াপ্রার্থী।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
এসআইজে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।