ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সাফল্যের সুখস্মৃতি

স্বপ্নের পথে আরও একধাপ এগোলাম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
স্বপ্নের পথে আরও একধাপ এগোলাম নওশিন জাহান বৃষ্টি

আমি নওশিন জাহান বৃষ্টি সিলেট স্কলার্স হোম স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছি। এই ফলাফলের পেছনে উৎসাহ অনুপ্রেরণা ছিলো আমার বাবা সাংবাদিক মোহাম্মদ মহসীন, মা মিসেস আসমা বেগম ও শিক্ষকদের।

প্রথমত, এসএসসিতে গোল্ডেন পাওয়া মেঘ না চাইতে বৃষ্টির মতো মনে হয়েছিল। এরপর কলেজে উঠে ভালো করে পড়া শুরু করলাম।

কলেজের সব পরীক্ষায় মোটামুটি ভালো রেজাল্ট হতো। টেস্ট পরীক্ষার পর অসুস্থ ছিলাম। তারপর পরীক্ষা দিলাম।  

নিয়মিত মনোযোগ সহকারে পড়ালেখা, বাবা-মার দোয়া এবং কলেজের শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক সহযোগিতার ফলে অবশেষে এ-প্লাস পেলাম। আমার স্বপ্ন আর্কিটেকচার হওয়া। এবার স্বপ্নের পথে আরও এক ধাপ এগোলাম।  

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
এসএনএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।