ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবি’র উপাচার্যকে উকিল নোটিশ

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
শাবিপ্রবি’র উপাচার্যকে উকিল নোটিশ

সিলেট (শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক কর্মকর্তাকে যথাসময়ে টাইমস্কেল না দেয়ায় উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়াকে উকিল নোটিশ পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ফজলুর রহমানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী খাদিজা আক্তার এ নোটিশ পাঠান। ২৩ (রোববার) নোটিশটি পাঠানো হলেও সোমবার (২৪ জুলাই) ফজলুর রহমান বিষয়টি প্রকাশ করেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন বাংলানিউজকে উল্টো প্রশ্ন করেন, ‘আপনি নোটিশের খবর পেলেন কোথায়?’ পরে তিনি বলেন, যেহেতু এটি আইনের বিষয় তাই এটি আইনের মানুষ দিয়ে দেখতে হবে।

অতিরিক্ত রেজিস্ট্রার ফজলুর রহমান এ বিষয়ে বাংলানিউজকে বলেন, যোগ্যতা অনুযায়ী টাইমস্কেল প্রাপ্য হলেও আমাকে বঞ্চিত করা হয়েছে। ২০১৬ সালের ৩১ জানুয়ারি অনুষ্ঠিত সিন্ডিকেটের ১৯৫তম সভায় তার আবেদনটি বাতিল করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে উপাচার্যকে প্রদত্ত নোটিশে তিনদিনের মধ্যে বর্ণিত দাবির সমাধাণ করার আহ্বান জানিয়েছেন আইনজীবী খাদিজা আক্তার।

বিষয়টি নিয়ে জানতে উপাচার্যের ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
জিপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।