ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নন্দীগ্রামে শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
নন্দীগ্রামে শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ শিক্ষার্থীদের হাতে টিফিন বক্স তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. শরীফুন্নেসা- ছবি: আরিফ জাহান

বগুড়া: মানসম্মত শিক্ষা বিস্তারে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মিড ডে মিল কর্মসূচির অংশ হিসেবে উপজেলার পাঁচটি বিদ্যালয়ের ২৫০জন শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়েছে।

শনিবার (২৯ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের হাতে টিফিন বক্স তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. শরীফুন্নেসা।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, ভাইস চেয়ারম্যান একে আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস লিপি, উপজেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা রঞ্জন কুমার, সাংবাদিক মুনিরুজ্জামান মুনির, প্রধান শিক্ষক মোবারক আলী, সিদ্দিকুর রহমান, আমজাদ হোসেন, হোসনে আরা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
এমবিএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।