ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ভেটেরিনারি অনুষদের ১৫তম ইন্টার্নশিপের উদ্বোধন

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
ভেটেরিনারি অনুষদের ১৫তম ইন্টার্নশিপের উদ্বোধন  বাকৃবিতে ভেটেরিনারি অনুষদের ১৫তম ইন্টার্নশিপের উদ্বোধন

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ৫২তম ব্যাচের ১৫তম  ইন্টার্নশিপের উদ্বোধন করা হয়েছে। এ বছর ভারতসহ দেশের বিভিন্ন জায়গা থেকে ১৩৮ জন শিক্ষার্থী এই ইন্টার্নশিপে অংশ নিবেন।

শনিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ইন্টার্নশিপের শুভ উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান।

ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. প্রিয় মোহন দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আইনুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মিল্কভিটার ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসেন, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি মহাপরিচালক প্রকৌশলী এম এ মতিন।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ২৯ জুলাই, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।