ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়ে সিভিল জব ফিয়েস্তা

শিক্ষা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়ে সিভিল জব ফিয়েস্তা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ার সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো দিনব্যাপী সিভিল জব ফিয়েস্তা। শনিবার (২৯ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের কোষধ্যক্ষ প্রফেসর ড. কাজী শরিফুল আলম এ চাকরি মেলার উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিপ্রাপ্তিতে বেশ সহায়তা করবে এ জব ফেয়ার। জব ফেয়ারে আয়োজিত সেমিনার থেকে শিক্ষার্থীরা ভবিষ্যতে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে বিভিন্ন দিক-নির্দেশনা পাবেন।

অনুষ্ঠানে ক্যরিয়ার গঠনে করণীয় শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. এ এম এম শফিউল্লাহ।  

আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. মাহমুদুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের সভাপতি মোহাম্মাদ কবির আহমেদ ভূঁইয়া।

সেমিনারে মূল প্রবন্ধ উত্থাপন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) সহকারী প্রকৌশলী মোহাম্মদ আক্তার উজ্জামান হাসান।  

এ সময় বক্তারা শিক্ষার্থীদের বর্তমান জব মার্কেটের বিভিন্ন দিক তুলে ধরে প্রস্তুতিমূলক বিভিন্ন দিক-নির্দেশনা দেন।

মেলায় আনোয়ার গ্রুপ, ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং (প্রা.) লিমিটেড, বসুন্ধরা সিমেন্টসহ বিভিন্ন কোম্পানির নয়টি স্টল অংশ নেয়।  

এসব স্টলে চাকরি প্রার্থীদের জীবন-বৃত্তান্ত (সিভি) জমা নেওয়া হয়। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানে ক্যারিয়ার গড়তে বিভিন্ন পরামর্শও দেন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।  

মেলার জনসংযোগ ও ইভেন্ট ম্যানেজমেন্ট পার্টনার হিসেবে অংশ নেয় ইন্টিগ্রিটি ৩৬০ ডিগ্রি। স্পন্সর হিসেবে ছিল ম্যাক্স গ্রুপ।  

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।