ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে সফটওয়ার বিষয়ক সেমিনার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে সফটওয়ার বিষয়ক সেমিনার প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে সফটওয়ার বিষয়ক সেমিনার

ঢাকা: প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে ‘ক্যারিয়ার বিল্ড আপ এজ সফটওয়ার ইঞ্জিনিয়ার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে প্রাইমএশিয়া কম্পিউটার ক্লাব (পিসিসি)-এর উদ্বোধন করা হয়। 

রোববার (৩০ জুলাই) বেলা ১১টায় প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স রুমে সেমিনারের আয়োজন করা হয়।

প্রধান অতিথি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ. কে. এম আশরাফুল হক কম্পিউটার ক্লাবের উদ্বোধন করেন।

 

সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন-ইনোসিস সফটওয়ার লিমিটেডের সিনিয়র সফটওয়ার ইঞ্জিনিয়ার নাজমুল মো. শাহরিয়ার এবং থেরাপ সার্ভিস, এলএলসি-এর সফটওয়ার ডেভলপার মীর মো. আসিফ হোসাইন।  

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং-এর ডিন প্রফেসর শেখ মো. হাসানুজ্জামান।

সেমিনারে সভাপতিত্ব করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মো. এরশাদুল এইচ. চৌধুরী।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষকেরা, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।