ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ডাকসু নির্বাচনের দাবিতে ছাত্রজোটের বিক্ষোভ-সমাবেশ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৭
ডাকসু নির্বাচনের দাবিতে ছাত্রজোটের বিক্ষোভ-সমাবেশ ডাকসু নির্বাচনের দাবিতে ছাত্রজোটের বিক্ষোভ-সমাবেশ। ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট।

মঙ্গলবার (০৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিলটি বের  হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- ছাত্র ইউনিয়নের সভাপতি জি এম জিলানী শুভ, ছাত্র ঐক্য ফোরামের যুগ্ম আহবায়ক সরকার আল ইমরান, ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা।

এ সময় জিলানী শুভ বলেন, বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে রাষ্ট্রপতি ডাকসু নির্বাচনের কথা জোর দিয়ে বলেছিলেন। পরে বিশ্ববিদ্যালয়ের অন্যতম কাজ ছিল ডাকসু নির্বাচন দেওয়া। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে ন্যূনতম কোনো উদ্যোগ নেয়নি। তারা নিজের স্বার্থে প্রায় অর্ধেক সদস্য নির্বাচিত না করে তড়িঘড়ি করে সিনেটের মাধ্যমে উপাচার্য প্যানেল নির্বাচন করছেন। এ উদ্যোগ শুধু অগণতান্ত্রিকই নয়, অনৈতিকও বটে।

এদিকে বুধবার (৯ আগস্ট) দুপুরে ডাকসু নির্বাচনের দাবিতে ‘দুই চাক্কার মিছিল’ শিরোনামে সাইকেল র‌্যালির করার ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৭
এসকেবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।