ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবি রোটার‌্যাক্ট ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৭
জাবি রোটার‌্যাক্ট ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি জাবি রোটার‌্যাক্ট ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: প্রতি বছরের মতো এবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) রোটার‌্যাক্ট ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (৯ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হলের সামনে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অথিতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাসার বলেন, রোটার‌্যাক্ট ক্লাবের উদ্যোগে যে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে তা খুবই প্রশংসার দাবি রাখে।

এটি আমাদের ক্যাম্পাসের সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি করবে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সংগঠনটির সভাপতি জুবায়ের আল মাহমুদ বলেন, রোটার‌্যাক্ট ক্লাব সব সময় সমাজসেবামূলক কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হলো।

শহীদ সালাম বরকত হলের সামনে সৌন্দর্য বৃদ্ধির জন্য প্রায় অর্ধশতাধিক সোনালু ফুলের গাছ লাগানো হয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক মো. মনোয়ার হোসেন, রোটর‌্যাক্ট ক্লাবের সাধারণ সম্পাদক মুমতারিন জান্নাত ঐশী, সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, সহ-সাধারণ সম্পাদক সেলিম রেজা, তামিম, আসফাকুজ্জামন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।