ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ডিগ্রি পাস কোর্সের রোববারের পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
ডিগ্রি পাস কোর্সের রোববারের পরীক্ষা স্থগিত

ঢাকা: বন্যার কারণে জাতীয় বিশ্ববিদ্যালযের অধিনে ২০১৫ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের রোববারের (১৩ আগস্ট) পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বোরবার সকালে বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বন্যার কারণে রোববারের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

অন্যদিনের পরীক্ষা অপরিবর্তিত থাকবে।

এই দিন বেলা ২টা থেকে সমাজ বিজ্ঞান ৪র্থ পত্র, সমাজকর্ম ৪র্থ পত্র, মার্কেটিং ৪র্থ পত্র এবং পদার্থবিজ্ঞান ৪র্থ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। পরবর্তীতে এ পরীক্ষার তারিখ জানানো হবে বলে জানানো হয়।

এর আগে ১৫ জুলাই (শনিবার) সারা দেশে ৬৯৪টি কেন্দ্রে এক হাজার ৬৭২টি ডিগ্রি কলেজের দুই লাখ ১০ হাজার ২৮৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণে এ পরীক্ষা শুরু হয়।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।