ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কালরাত স্মরণে জবি নীল দলের একাংশের প্রদীপ প্রজ্জ্বলন

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
কালরাত স্মরণে জবি নীল দলের একাংশের প্রদীপ প্রজ্জ্বলন জবি নীল দলের একাংশের প্রদীপ প্রজ্জ্বলন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ১৯৭৫ সালের ১৪ আগস্টের কালরাতকে স্মরণ করেছে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন নীল দলের একাংশ।

সোমবার (১৪ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে কালরাত্রি দূর করার প্রতীক হিসেবে মোমবাতি জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্ধোধন করেন জবি নীল দলের সভাপতি অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী।

এ সময় উপস্থিত ছিলেন জবি নীল দলের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ড. আবদুল-আল-মাসুদ, সংগঠনের কার্য নির্বাহী সদস্য সহকারী অধ্যাপক শেখ মাশরিক হাসান মেহেদী, সহকারী প্রক্টর ও সহযোগী অধ্যাপক মো মহি উদ্দিন মাহী ও প্রভাষক কাজী ফারুখ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
ডিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।