ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শোক দিবসের পোস্টার ছেড়ায় ঢাবির ১০ শিক্ষার্থীকে পুলিশে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
শোক দিবসের পোস্টার ছেড়ায় ঢাবির ১০ শিক্ষার্থীকে পুলিশে

ঢাকা বিশ্ববিদ্যালয়: শোক দিবসের পোস্টার ছিড়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের ১০ শিক্ষার্থীকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) হল প্রশাসন ও হল শাখা ছাত্রলীগ যৌথভাবে হলের ১০ জন আবাসিক শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করে।

এ সময় তাদের কাছ থেকে ১১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দু’টি ল্যাপটপ ও একটি ডেক্সটপ কম্পিউটার জব্দ করা হয়।

যা হল কর্তৃপক্ষ তদন্তের স্বার্থে চেক করবে বলে জানা যায়। জব্দ করা মালামাল বর্তমানে হল কর্তৃপক্ষের হেফাজতে রয়েছে।

এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এজেএম শফিউল আলম ভূইয়া বাংলানিউজকে বলেন, সিসিটিভির ফুটেজ দেখে এদের প্রত্যেককে শনাক্ত করা হয়। পরে তাদেরকে শাহবাগ থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বাংলানিউজকে বলেন, পোস্টার ছেড়ার ঘটনায় ১০ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় প্রশাসন থানায় দিয়েছে। আমরা বিষয়টি ক্ষতিয়ে দেখছি।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
এসকেবি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।