ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বন্যায় মানিকগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা স্থগিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৯ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
বন্যায় মানিকগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা স্থগিত বন্যায় মানিকগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা স্থগিত

মানিকগঞ্জ: বিদ্যালয় ভবন ও এর আশেপাশ এলাকা বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় মনিকগঞ্জের ছয় উপজেলার ৫ শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌস শিখা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, জেলার সিংগাইর উপজেলা ব্যতিত ছয়টি উপজেলার ২০২টি বিদ্যালয়ে বন্যা কবলিত।

এছাড়া অপর বিদ্যালয়গুলোর আশেপাশের রাস্তাঘাট বন্যার পানিতে ডুবে যাওয়ার কারনে ওই ছয়টি উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।  

বন্যার পানি কমে গেলে পুনরায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার সময়সূচি জানানো হবে বলেও জানান ওই  জেলা শিক্ষা কর্মকর্তা।

শনিবার দুপুর ১২টা পর্যন্ত শিবালয়ের আরিচা ঘাট এলাকায় যমুনা নদীতে পানি প্রবাহের মাত্রা বিপদসীমার ৭২ সেন্টিমিটার উপরে। গত দুই দিন আগে ওই পানি প্রবাহের মাত্রা ছিলো বিপদসীমার ৭৭ সেন্টিমিটার উপরে। অর্থাৎ যমুনা নদীতে আগের চেয়ে ৫ সেন্টিমিটার পানি কমেছে বলে জানান দায়িত্বরত গেজ রিডার মো. ফারুক হোসেন।   

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
বিএস   


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।