ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বিইউবিটিতে ব্যবসায় শিক্ষা কর্মশালা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
বিইউবিটিতে ব্যবসায় শিক্ষা কর্মশালা কর্মশালায় অতিথিরা

ঢাকা: বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটিতে) অনুষ্ঠিত হলো ব্যবসায় শিক্ষা বিষয়ক দিনব্যাপী কর্মশালা। 

শনিবার (১৯ আগস্ট) ‘কোয়ালিটি অ্যাস্যুরেন্স ইন টারশিয়ারি লেভেল বিজনেস এডুকেশন অ্যান্ড টিম বিল্ডিং ফর সেল্ফ অ্যাসেসমেন্ট’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে বিইউবিটি’র ব্যবসায় প্রশাসন বিভাগ। এতে অংশ নেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষকরা।

 

কর্মশালা পরিচালনা ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রাক্তন সদস্য অধ্যাপক ড. মুহিবুর রহমান।  

কর্মশালার উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন বিইউবিটি’র উপাচার্য অধ্যাপক আবু সালেহ। বিশেষ অতিথি ছিলেন-- বিইউবিটি’র ট্রেজারার, অধ্যাপক মো. এনায়েত হোসেন মিয়া ও প্রক্টর প্রফেসর মিঞা লুৎফার রহমান। আরও উপস্থিত ছিলেন বিইউবিটি’র ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ মাসুদ হুসেন।  

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।