ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবির হল থেকে ককটেল উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
রাবির হল থেকে ককটেল উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাদার বখশ হল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ককটেল উদ্ধার করা হয়েছে।

রোববার (২০ আগস্ট) সকাল ১০টার দিকে ককটেলটি উদ্ধার করা হয়।

ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক চঞ্চল কুমার অর্ক বাংলানিউজকে বলেন, সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার ২০৫ নম্বর রুমের সামনে লাল টেপ দিয়ে মোড়ানো একটি ককটেল পড়ে আছে।

বিষয়টি তাৎক্ষণিক হল প্রশাসনকে জানাই। পরে পুলিশ গিয়ে ককটেলটি উদ্ধার করে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, মাদার বখশ হলে ককটেল পাওয়া গেছে শুনেছি। বিষয়টি পুলিশকে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।