ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এইচএসসি’র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৭
এইচএসসি’র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ এইচএসসি ও সমামান পরীক্ষা (ফাইল ফটো)

ঢাকা: এইচএসসি ও সমামানের পরীক্ষার পুনঃনিরীক্ষায় ফলাফল প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) আটটি সাধারণ বোর্ড, কারিগরি ও মাদ্রাসা বোর্ড নিজ নিজ ওয়েবসাইটে পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করে। ঢাকা বোর্ডে এক হাজার ৩৫ জনের জিপিএ-তে পরিবর্তন হয়েছে।

কোনো প্রশ্নের উত্তরে নম্বর না দেওয়া, নম্বর দিয়েও ভুলে তা মোট নম্বরের সঙ্গে যোগ না করা এবং সব প্রশ্নের উত্তরে দেওয়া নম্বর যোগ করতে গিয়ে পরীক্ষক ভুল করেছেন কি না- এসব বিষয় দেখে পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়ে থাকে।

পুনঃনিরীক্ষার জন্য টেলিটক থেকে গত ২৪ থেকে ৩০ জুলাই পর্যন্ত এসএমএসের মাধ্যমে আবেদন করেন শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৭
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।