ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কালো দিবস উপলক্ষে ঢাবিতে মানববন্ধন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
কালো দিবস উপলক্ষে ঢাবিতে মানববন্ধন কালো দিবস উপলক্ষে ঢাবিতে মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়: ২০০৭ সালের আগস্টে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর নির্যাতনের ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকবৃন্দ ব্যানারে কালো দিবস উপলক্ষে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, নির্যাতিত ঢাবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুনুর রশিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম এম আকাশ প্রমুখ।

রাশেদ খান মেনন বলেন, আমরা যে বিজয় অর্জন করি, সেটা নিয়ে সামনে যেতেই আবার বাধাগ্রস্ত হই। গত ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সেনাবাহিনী এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের ওপর হামলা চালিয়েছে। তারা চেয়েছিল ঢাবিকে দমিয়ে রাখতে পারলে দেশকে দমিয়ে রাখা যাবে। কিন্তু তাদের সে ষড়যন্ত্র সফল হয়নি। তাদের ষড়যন্ত্র শক্তভাবে প্রতিহত করেছে এ দেশের শিক্ষক-ছাত্র সমাজ।

ষোড়শ সংশোধনী নিয়ে বিতর্কের দ্রুত অবসান চেয়ে মন্ত্রী বলেন, শিক্ষা অঙ্গনে যে ষড়যন্ত্র চলছে তা গণতন্ত্রের বিরুদ্ধেও চলছে। ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে যে বিতর্ক চলছে সেটা নিয়ে বলতে হয়। এটা নিয়ে অনেকগুলো বিতর্কের সৃষ্টি হয়েছে। বিএনপি এটা নিয়ে বিতর্ক তৈরি করে দিলো। এ বিতর্কের অবসান হতে হবে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
এসকেবি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।