ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নোবিপ্রবিতে ছাত্রী হল বন্ধ ঘোষণা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
নোবিপ্রবিতে ছাত্রী হল বন্ধ ঘোষণা

নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ঈদ-উল-আযহার ছুটি ২৭ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময় ছাত্রদের হল খোলা থাকলেও নিরাপত্তার কথা মাথায় রেখে ছাত্রীদের হল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

শনিবার (২৬ আগস্ট) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের বিবি খাদিজা হলের প্রভোস্ট মো. কামাল উদ্দিনের সঙ্গে ফোনে কথা হলে তিনি বলেন, ‘২৯ তারিখ সকাল ১০টার মধ্যে মেয়েদের হল ত্যাগ করতে হবে এবং ছুটি শেষে ৯ সেপ্টেম্বর থেকে যথারীতি হল কার্যক্রম শুরু হবে। ’

হল খোলা থাকায় অবস্থানধারী ছাত্রদের অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করতে হবে।

ছুটি শেষে আগামী ১০ সেপ্টেম্বর থেকে সব দাপ্তরিক কার্যক্রম, ক্লাস ও পরীক্ষাসমূহ নির্ধারিত সময়সূচি অনুযায়ী শুরু হবে বলে জানান ‍তিনি।

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, ২৭ আগস্ট, ২০১৭
এমআরএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।