ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির নতুন প্রক্টর অধ্যাপক রাব্বানী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
ঢাবির নতুন প্রক্টর অধ্যাপক রাব্বানী

ঢাকা বিশ্ববিদ্যালয়: নতুন প্রক্টর পেলো ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানীকে এ পদে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাবি ক্যালেন্ডার পার্ট-২’র ১১ অধ্যায় অনুযায়ী দায়িত্ব ও কর্ম পদ্ধতি অনুযায়ী দায়িত্ব তিনি পালন করবেন বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই নিয়োগ দেন। রেজিস্ট্রার দফতর থেকে এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছেন তিনি। আগামী ২২ অক্টোবর থেকে প্রক্টরের দায়িত্ব নেবেন।

নতুন দায়িত্ব পেয়ে তিনি বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী উপাচার্য আমাকে এই নতুন দায়িত্ব দিয়েছেন। যা পালনে যথাযথ চেষ্টা করবো। এজন্য সবার সহযোগিতা কামনা করছি।

এর আগে ইতিহাস বিভাগের শিক্ষক এম আমজাদ আলী ২০১১ সাল থেকে ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পালন করেছেন।

অধ্যাপক গোলাম রাব্বানী ঢাবি থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে প্রভাষক হিসেবে নিয়োগ পান। ইংল্যান্ডের নটিংহাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন তিনি।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।