ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

যবিপ্রবি’র প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
যবিপ্রবি’র প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় যবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা আব্দুর রশিদ অর্নবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যবিপ্রবিতে এ বছর সাতটি অনুষদের ৭৯৫টি আসনের বিপরীতে ছয়টি ইউনিটে ৩৮ হাজার ২৩৯ জন পরীক্ষার্থী আবেদন করে।

এরমধ্যে ২৯ হাজার ৩৪ জন ভর্তি পরীক্ষায় অংশ নেয়।

ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে ২৫০টি আসনের বিপরীতে ১২ হাজার ৯৫৪ পরীক্ষার্থী আবেদন করে। পাস করেছে ১ হাজার ২০৯ জন। ‘এ’ ইউনিটে পাসের হার প্রায় ১৩ শতাংশ।

‘বি’ ইউনিটে ১৬০টি আসনের বিপরীতে ১১ হাজার ৯৫৭ জন ভর্তি পরীক্ষার্থী আবেদন করে। পাস করেছে ৪ হাজার ৭৪৫ জন। ‘বি’ ইউনিটের পাসের হার প্রায় ৫০ শতাংশ।

‘সি’ ইউনিটে ২০৫টি আসনের বিপরীতে ৮ হাজার ৩৪০ জন ভর্তি পরীক্ষার্থী আবেদন করে। পাস করেছে ১ হাজার ৫২৮ জন। ‘সি’ ইউনিটের পাসের হার প্রায় ২২ শতাংশ।

‘ই’ ইউনিটে ৪০টি আসনের বিপরীতে ৬৭৬ জন আবেদন করে। পাস করেছে ৮৭ জন। ‘ই’ ইউনিটের পাসের হার প্রায় ১৮ শতাংশ।

‘ডি’ ইউনিটে ৪০টি আসনের বিপরীতে ১ হাজার ৭৬৮ জন ভর্তি পরীক্ষার্থী আবেদন করে। পাস করেছে ৪৯৫ জন। ‘ডি’ ইউনিটের পাসের হার প্রায় ৫২ শতাংশ।

‘এফ’ ইউনিটে ১০০টি আসনের বিপরীতে ২ হাজার ৫৪২ জন ভর্তি পরীক্ষার্থী আবেদন করে। পাস করেছে ৫৪০ জন। এরমধ্যে বাণিজ্য বিভাগ থেকে ৫০০ জন, বিজ্ঞান বিভাগ থেকে ২৩ জন এবং মানবিক থেকে ১৭ জন। ‘এফ’ ইউনিটের পাসের হার ২৯ শতাংশ।

ফলাফল যবিপ্রবির ওয়েবসাইটে (www.just.edu.bd) পাওয়া যাচ্ছে।

আগামী ১৬ নভেম্বর সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।