ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আইসিটি বিভাগ ও ইয়ং ইন্ডিয়ার সঙ্গে জাবির সমঝোতা সই

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
আইসিটি বিভাগ ও ইয়ং ইন্ডিয়ার সঙ্গে জাবির সমঝোতা সই এমওইউ সই অনুষ্ঠানে অতিথিরা। ছবি: বাংলানিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সরকারের আইসিটি বিভাগ ও আর্নস্ট অ্যান্ড ইয়ং ইন্ডিয়ার মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

রোববার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে ত্রি-পক্ষীয় এ এমওইউ সই করা হয়।

সমঝোতায় জাবি কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, আইসিটি বিভাগের যুগ্ম-সচিব রেজাউল করিম এবং আর্নস্ট অ্যান্ড ইয়ং ইন্ডিয়ার প্রজেক্ট ডিরেক্টর কামাল মানসারামানি নিজ নিজ পক্ষে সই করেন।

 

এমওইউ অনুযায়ী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থীরা আইসিটি ক্ষেত্রে দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের সুযোগ পাবে।  

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, সরকার ও রাজনীতি বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামসুন্নাহার খানম এবং বিভাগীয় অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।