ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রাথমিক-ইবতেদায়িতে শ্রীমঙ্গলে প্রতিদিন অনুপস্থিত ৩৩৩ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
প্রাথমিক-ইবতেদায়িতে শ্রীমঙ্গলে প্রতিদিন অনুপস্থিত ৩৩৩  শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীরা, ছবি : বাংলানিউজ

মৌলভীবাজার: প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় প্রতিদিন  ৩৩৩ জন করে শিক্ষার্থী অনুপস্থিত থাকছে। তিন দিনে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৯ জনে।

এবার উপজেলায় মোট ৭ হাজার ৩৯৮ জন খুদে পরীক্ষার্থী উপজেলায় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে।  

রোববার (১৯ নভেম্বর) থেকে শুরু হওয়া এ পরীক্ষা উপজেলার ১৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে।

১৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়সহ শহরের কিন্ডারগার্টেনগুলোর শিক্ষার্থীও রয়েছে পরীক্ষার্থীর তালিকায়।  

উপজেলা সহকারী শিক্ষা অফিসার জ্যোতিষ রঞ্জন দাশ বাংলানিউজকে বলেন, ইংরেজি, বাংলা এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে সারা উপজেলায় প্রতিদিন ৩৩৩ জন করে মোট ৯৯৯ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।  

পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলা, বাবা-মায়ের উদাসীনতা, শিশুশ্রমের সহজলভ্যতা, শিশুভিত্তিক কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি প্রভৃতি কারণ এক্ষেত্রে প্রভাব ফেলছে বলে জানান এই শিক্ষা কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭ 
বিবিবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।