শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় খুলনা জেলা প্রশাসক আমিন উল আহসানের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন- অধ্যাপক আসিফ ইকবাল, কলেজের শিক্ষক এসএম সোহেল ইসহাক, শামীম শেখ, গোলাম কিবরিয়া, এফএস ইয়াসিন আরা, মো. রুহুল আমিন মোড়ল, আব্দুর রউফ, তরুন কান্তি সিংহ, বিশ্নুপদ রায়, কালিদাস মহলদার, শশাংক মল্লিক, শেখ সিরাজুল ইসলাম, বিপ্লব মন্ডল, রুপক রায় প্রমুখ।
কলেজের শিক্ষাক এসএম সোহেল ইসহাক বাংলানিউজকে বলেন, কলেজটি বেসরকারি হওয়ায় এ অঞ্চলের জনগোষ্ঠীর সন্তানদের বেতন দিয়ে পড়তে কষ্ট হয়। ১৯৮৪ সালে ২ দশমিক ১১ একর জমির ওপর এ কলেজটি প্রতিষ্ঠা করা হয়। যেখানে বর্তমানে মোট শিক্ষার্থীর সংখ্যা দুই হাজার।
৭০ জন শিক্ষক কর্মচারীর মধ্যে ৫০ জন এমপিও ভুক্ত। বর্তমানে বিবিএসহ ৮টি বিষয়ে অনার্স চালু আছে। কলেজটি সরকারিকরণ এখন সময়ের দাবি। কলেজটি সরকারি করার জন্য শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
এমআরএম/জিপি