বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া একই ঘটনায় আরও ১৬ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।
আজীবন বহিষ্কৃতরা হলেন- আশিক আহমেদ হিমেল, হামিদুর রহমান রঙ্গন।
সাময়িক বহিষ্কৃত মাহমুদুল হাসান ও শাহরিয়ার জামানকে দুই সেশনের জন্য ও ১০ হাজার টাকা করে জরিমানা, ইশতিয়াক আহমেদকে ১ সেশনের জন্য ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া বাবলু মারমা, অদ্রী দাস, আবু রেদুয়ান খান, ওমর আলম সরকার, রনি সরকার জনকে ৬ হাজার টাকা করে জরিমানা এবং সতর্ক। আহমেদ হাসিব, দেবাশীষ বসু, মাহবুব এ ইব্রাহিম, মো. শহীদুল আলম, মো. আল আমিন, আশিকুল এনাম, দীপ্ত মৈত্র তরু, সজীবুর রহমান, রায়সুল বারী সিফাতকে ৩ হাজার টাকা করে জরিমানা ও সতর্ক। নাজমুস সাকিব ফারদিন, শরীফুল ইসলামকে জনকে শুধু সতর্ক করা হয়েছে।
এর আগে, গত ১৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের প্রথম বর্ষের ছয় ছাত্রকে র্যাগিংয়ের নামে অর্ধনগ্ন করে রাতভর নির্যাতন ও মারধর করা হয়।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
আরআইএস/