টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুর ফলদা শিহাব উদ্দিন কলেজ কেন্দ্রে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পরীক্ষায় নকল করার দায়ে ১৪ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (২ মার্চ) সকালে অনুষ্ঠিত একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্র পরীক্ষায় ওই শিক্ষার্থীদের বহিষ্কার করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ আহমেদ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ আহমেদ বাংলানিউজকে বলেন, উপজেলার ফলদা শিহাব উদ্দিন কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) কেন্দ্রে ১২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
পরীক্ষায় ২৫ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে। পরীক্ষায় অসাদুপায় অবলম্বন করায় ১৪ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, মার্চ ০২, ২০১৮
আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।