রোববার (০৪ মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪০১ নম্বর কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার মূল বক্তা ছিলেন স্যামসাং আর অ্যান্ড ডি ইনস্টিটিউট (বাংলাদেশ) মোবাইল সলিউশন গ্রুপের প্রযুক্তি বিষয়ক প্রধান মুহাম্মাদ আশরাফ-উল আসাদ।
দুই সেশনের কর্মশালার প্রথম সেশনে ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীদের নিয়ে প্রোগ্রামিং প্রতিযোগিতা বিষয়ক আলোচনা এবং ২য় সেশনে ৩য়, ৪র্থ ও মাস্টার্সের শিক্ষার্থীদের নিয়ে প্রোগ্রামিং সেক্টরে ক্যারিয়ার বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- সিএসই বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মো. কামাল হোসেন চৌধুরীসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
টিএ