বৃহস্পতিবার (২২ মার্চ) দ্বিতীয় শ্রেণিতে নিয়োগের সুপারিশ পাওয়া আবেদনকারীদের তালিকা প্রকাশ করে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)।
জানা যায়, ৩৬তম বিসিএসের ক্যাডার পদে নিয়োগ পাননি এমন ২ হাজার ৫৬০ জন নন-ক্যাডারে প্রথম ও দ্বিতীয় শ্রেণি পদের জন্য আবেদন করেন।
এ তালিকায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি বিষয়ে ৭৪ জন শিক্ষক, ভৌত বিজ্ঞানে ৮৫ জন, ব্যবসায় শিক্ষায় ৯৬ জন শিক্ষককে সুপারিশ করা হয়।
এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা অধিদফতরের জেলার ৪৪ জন, মহিলা ডেপুটি জেলার ২৩ জন, খাদ্য অধিদফতরে খাদ্য পরিদর্শক ১২০ জন ও এনবিআরের কর পরিদর্শক পদে ৪৬ জন রয়েছেন।
গত সপ্তাহে, নন-ক্যাডার প্রথম শ্রেণি পদের জন্য ২৮৪ জনের তালিকা প্রকাশ করা হয়।
ফলাফল পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
এনএইচটি