রোববার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম এ আল্পনা আঁকার উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে তিনি দেশের স্বাধীনতা রক্ষার্থে ও শক্তিশালী জাতি বির্নিমাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক বশির আহমেদ, ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক রাশেদা আখতার, অধ্যাপক মোহাম্মদ হানিফ আলী, অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফী, সহযোগী অধ্যাপক সিকদার মো. জুলকার নাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়কে প্রায় ২ কি.মি. এ আল্পনা আঁকা হবে।
বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী আয়োজিত মুক্তি সংগ্রাম সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে এ আল্পনা আঁকা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
জেডএস