ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

‘কালো রাত স্মরণে’ জাবিতে দীর্ঘতম আল্পনা

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
‘কালো রাত স্মরণে’ জাবিতে দীর্ঘতম আল্পনা অধ্যাপক ফারজানা ইসলাম এ আল্পনা আঁকার উদ্বোধন করেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ২৫ মার্চ কালো রাতকে স্মরণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে দেশের দীর্ঘতম আল্পনা আঁকা হচ্ছে।

রোববার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম এ আল্পনা আঁকার উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে তিনি দেশের স্বাধীনতা রক্ষার্থে ও শক্তিশালী জাতি বির্নিমাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

একই সঙ্গে কর্তৃপক্ষকে এই উদ্যোগ গ্রহণ করার জন্য ধন্যবাদ জানান।

এ সময় ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক বশির আহমেদ, ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক রাশেদা আখতার, অধ্যাপক মোহাম্মদ হানিফ আলী, অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফী, সহযোগী অধ্যাপক সিকদার মো. জুলকার নাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়কে প্রায় ২ কি.মি. এ আল্পনা আঁকা হবে।

বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী আয়োজিত মুক্তি সংগ্রাম সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে এ আল্পনা আঁকা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।