রোববার (১ মার্চ) বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থীদের এ বরণ অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন মাঠে দিনব্যাপী এ নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
প্রধান অতিথির বক্তব্যে- পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য আপনারা প্রস্তাব দেন আমি দু’মাসের মধ্যে প্রজেক্ট অনুমোদন করে দিব। প্রধানমন্ত্রী চান এ বিশ্ববিদ্যালয়ের নাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হোক, আমিও তাই চাইবো। এ বিশ্ববিদ্যালয়ে ভালকাজের চেয়ে দুর্নীতিই বেশি হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এনএম রবিউল আউয়াল চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর। শুভেচ্ছা বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. মো. আবু তাহের।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৮
এনটি