মানববন্ধন
বাকৃবি (ময়মনসিংহ): প্রাণিসম্পদ সেক্টরে অর্গানোগ্রাম বাস্তবায়ন ত্বরান্বিত করতে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা।
রোববার (০১ এপ্রিল) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ ভেটেরিনারি ছাত্র সমিতি।
মানববন্ধনে বক্তারা বলেন, সুস্থ-সবল, মেধাবী জাতি গঠনে ও দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে প্রাণিসম্পদ সেক্টরের জনবল বৃদ্ধি জরুরি।
কিন্তু অনেক বছর ধরেই নানা অজুহাতে বন্ধ হয়ে আছে প্রাণিসম্পদ সেক্টরের অর্গানোগ্রাম বাস্তবায়নের কাজ। এসময় শীঘ্রই অর্গানোগ্রাম বাস্তবায়নের দাবি জানান শিক্ষার্থীরা।
মানববন্ধনে ভেটেরিনারি অনুষদের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
টিএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।