এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ শিক্ষার্থী অংশ নিচ্ছে; যা গতবারের চেয়ে এক লাখ ২৭ হাজার ৭৭১ জন বেশি।
রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজের সামনে কথা হয় পরীক্ষার্থী মেহেদী হাসানের সঙ্গে।
আরেক পরীক্ষার্থী রাফা বলে, পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। সময়টা কম মনে হয়েছে। এতো অল্প সময়ে সাতটা প্রশ্ন লেখা অনেক কষ্টকর। আর যদি নৈর্ব্যত্তিক বাদ দিয়ে দেয় তাহলে আরও সমস্যা হবে।
এছাড়া প্রশ্নপত্র ফাঁস হয়নি বলে শান্তির নিশ্বাস ফেলছে পরীক্ষার্থীসহ অভিভাবকরা।
বাংলানিউজকে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থী ফারিয়া বলে, পড়শোনা ভালো করেছি তাই পরীক্ষাও ভালো হয়েছে। আমরা যতদূর জানি প্রশ্নপত্র ফাঁস হয়নি। তাই ভালো পরীক্ষা দিয়ে আনন্দ হচ্ছে। আর পরীক্ষার শুরুতে একটু টেনশনে ছিলাম সেট নিয়ে। লটারি হওয়ার পরও প্রশ্ন ভালো হয়েছে তবে নৈর্ব্যত্তিক একটু কঠিন হয়েছে।
ফারিয়ার বাবাও একই কথা আনন্দের সঙ্গে জানিয়েছেন বাংলানিউজকে।
বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, ২ এপ্রিল, ২০১৮
এমএএম/আরআর