ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রিয় কর্মস্থলে যোগ দিলেন ড. জাফর ইকবাল

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৮
প্রিয় কর্মস্থলে যোগ দিলেন ড. জাফর ইকবাল নিজের কার্যালয়ে যোগদানপত্রে স্বাক্ষর করেন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। ছবি: বাংলানিউজ

শাবিপ্রবি (সিলেট): দু’সপ্তাহের ‘ছুটি’ শেষে নিজের কর্মস্থল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন দেশবরেণ্য শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। 

সোমবার (২ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ড. এমএ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে নিজের কার্যালয়ে যোগদানপত্রে স্বাক্ষর করেন তিনি। ড. জাফর ইকবাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগে অধ্যাপনার পাশাপাশি তড়িৎ প্রকৌশল বিভাগের (ইইই) প্রধানের দায়িত্বে রয়েছেন।

 

কর্মস্থলে যোগ দিয়ে দেশবরেণ্য এ লেখক সাংবাদিকদের বলেন, ‘আমি এখন পুরোপুরি সুস্থ আছি। শারীরিক অবস্থা আগেই ভাল হলেও গতকাল (১ এপ্রিল) ডাক্তাররা আমাকে ছাড়পত্র দেয়। অনেক দিন ক্লাস না নেওয়ায় শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছিল, তবে আমার সহকর্মীরা তা অনেকাংশে পুষিয়ে নিয়েছেন। ’ 

গত ৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে তড়িৎ প্রকৌশল বিভাগের সমাপনী উৎসবে জাফর ইকবালের ওপর হামলা চালায় ফয়জুল হাসান (২৪) নামে এক বহিরাগত সন্ত্রাসী। রক্তাক্ত জাফর ইকবালকে তৎক্ষণাৎ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়। সেখানেই সরকারের তত্ত্বাবধানে চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন। এরপর তিনি সিলেটে ফিরে আসেন।

ড. জাফর ইকবালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সিলেট জালালাবাদ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিরাজ উদ্দিন বাংলানিউজকে বলেন, ‘নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে স্যারের অফিসের সামনে, কর্মস্থলের ভবনের নিচে ও স্যারের বাসার সামনে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন থাকবে। ’ 

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, ‘স্যারের নিরাপত্তায় সব তৎপরতা রয়েছে। যারা দায়িত্বে, তাদের ব্রিফও করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।