এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৭শ’৪৭ জন। এরমধ্যে ৩ হাজার ৩৪ জন ছাত্র ও ২ হাজার ৭শ’১৩ জন ছাত্রী রয়েছে।
প্রথমদিনের পরীক্ষায় উপস্থিতির সংখ্যা ছিলো ৫ হাজার ৬শ’৫৩ জন। বাকী ৯৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত রয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
এর আগে, সকাল থেকে নির্ধারিত সময়ে জেলার ৯টি কেন্দ্রে একযোগে শুরু হয় এইচএসসি পরীক্ষা। দুপুর ১টায় শান্তিপূর্ণভাবে শেষ হয়।
এদিকে, পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে জেলা প্রশাসক (ডিসি) মো. রাশেদুল ইসলাম জানান, পরীক্ষার পরিবেশ সুষ্ঠু, নকল মুক্ত ও প্রশ্নফাঁস ঠেকাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
এসআরএস