ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এইচএসসি: প্রথমদিনে ফেনীতে অনুপস্থিত ১৬৫, বহিষ্কার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৮
এইচএসসি: প্রথমদিনে ফেনীতে অনুপস্থিত ১৬৫, বহিষ্কার ১

ফেনী: এইচএসসি ও আলিম পরীক্ষার প্রথমদিনে ফেনীতে অনুপস্থিত ছিলেন ১৬৫ শিক্ষার্থী। এছাড়া অসুদপায় অবলম্বনের দায়ে জেলার ফুলগাজীতে আলিমের এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

ফেনী জেলা প্রশাসনের রিভিনিও ডেপুটি কালেক্টর শিক্ষা শাখায় অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত নাসরীন চৌধুরী বাংলানিউজকে জানান, এইচএসসিতে অনুপস্থিত ছিলেন ১২৯ জন, আর আলিমে অনুপস্থিত ছিলেন ৩৫ শিক্ষার্থী।  

তিনি জানান, এইচএসসিতে ১৪টি কেন্দ্রে ১১ হাজার ৫শ’ ৪০ জন ও আলিমে ৭টি কেন্দ্রে ২ হাজার ৯৭ পরীক্ষার্থী অংশ গ্রহনের কথা ছিল।

 

এরমধ্যে এইচএসসি পরীক্ষায় ফেনী সরকারি কলেজ কেন্দ্রে ১৬টি কলেজের ৩ হাজার ১৩ শিক্ষার্থী, ফেনী সরকারি জিয়া মহিলা কলেজ কেন্দ্রে ২টি কলেজের ১ হাজার ৭শ’ ৯ জন, জয়নাল হাজারি কলেজ কেন্দ্রে ৪শ’ ৪১ জন, ফেনী গালর্স ক্যাডেট কলেজ কেন্দ্রে ৫১ জন, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ (ভোকেশনাল) কেন্দ্রে ২শ’ ৩৮ জন, ফেনী সাউথ ইস্ট ডিগ্রি কলেজ কেন্দ্রে ১শ’ ৮০ জন, দাগনভূঞার ইকবাল মেমোরিয়াল কলেজ কেন্দ্রে ১ হাজার ৬শ’ ৬৪ জন, ছাগলনাইয়া সরকারি কলেজ কেন্দ্রে ১ হাজার ৮শ’ ৪৮ জন, পরশুরম সরকারি কলেজ কেন্দ্র ৪শ’ ৮১ জন, ফুলগাজী সরকারি কলেজ কেন্দ্রে ৭শ’ ১৩ জন, হাজী মনির আহাম্মদ কলেজ কেন্দ্রে ১শ’ ৫৫ জন, ফুলগাজী মহিলা কলেজ কেন্দ্রে ৪৬ জন, সোনাগাজী সরকারি কলেজ কেন্দ্রে ৫শ’ ৬৪, বক্তারমুন্সি শেখ শহিদুল ইসলাম ডিগ্রি কলেজ কেন্দ্রে ৪শ’ ৩৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা।

অপরদিকে, আলিমে ফেনী আলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ৭শ’ ২৩ জন, পরশুরাম ইসলামিয় ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ২শ’ ৮ জন, ছাগলনাইয়া ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে ৪শ’ ২ জন, সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৩শ’ ৫৫ জন, দাগনভূঞা আজিজিয়া আলিম মাদরাসা কেন্দ্রে ১শ’ ৬৪জন, কৌরশমুন্সি আলিম মাদরাসা কেন্দ্রে ১শ’ ৩২ জন ও মুন্সিরহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ১শ’ ১৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
এসএইচডি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।