ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ময়মনসিংহে এইচএসসি-সমমানে প্রথম দিন অনুপস্থিত ২৮৬

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৮
ময়মনসিংহে এইচএসসি-সমমানে প্রথম দিন অনুপস্থিত ২৮৬

ময়মনসিংহ: ময়মনসিংহে এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিন ২৮৬ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এর মধ্যে এইচএসসিতে ১৯২, আলিমে ৫২ জন এবং কারিগরিতে ৪২ জন। এদিন কোন বহিষ্কারের ঘটনা ঘটেনি।

সোমবার (০২ এপ্রিল) বিকেলে ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসকের (শিক্ষা) কার্যালয়ের সুপার শফিকুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, জেলায় মোট এইচএসসি পরীক্ষার্থী ছিল ২৮ হাজার ১৮৪ জন পরীক্ষার্থী।

এর মধ্যে অনুপস্থিত ছিল ১৯২ জন পরীক্ষার্থী। মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে মোট পরীক্ষার্থী ছিল ৩ হাজার ৮৯৬ জন। উপস্থিত ছিল ৩ হাজার ৮৪৪ জন অনুপস্থিত ছিল ৫২ জন পরীক্ষার্থী।  

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগে ৩ হাজার ৮২৩ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৪১ জন। বাদ বাকি সবাই পরীক্ষায় অংশ নিয়েছে।  

এইচএসসি ভোকেশনালে মোট পরীক্ষার্থী ছিল ৯৬ জন। এর মধ্যে অনুপস্থিত ছিল মাত্র ১ জন।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮ 
এমএএএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।