বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. জহিরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সকাল ১০টা থেকে প্রশাসন ওয়েবসাইটটি বন্ধ করে রেখেছে।
ড. জহিরুল বাংলানিউজকে বলেন, রাতেই ওয়েবসাইট হ্যাকড হয়েছে। ইতোমধ্যে ওয়েবসাইটের কার্যক্রম বন্ধ করে রেখেছি এবং রিস্টোর করার চেষ্টা করছি। আমরা আজকের মধ্যেই পুনরুদ্ধারের চেষ্টা করছি। এটা যেন আর না হয়।
এদিকে হ্যাকার নিজেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বলে দাবি করেন। এ বিষয়ে ড. জিহরুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র নিজের ওয়েবসাইট হ্যাক করবে বলে আমার বিশ্বাস হয়না, হয়তো বিভ্রান্তি ছড়াতেই হ্যাকার এমন করছে। বিষয়টি তদন্ত করা হবে বলে জানান তিনি।
এদিকে রাতে ওয়েবসাইটটিতে অনেকে ঢুকলে বিভিন্ন অপ্রাসঙ্গিক কথাবার্তা দেখা যায়। এছাড়া ওয়েবসাইটে মিউজিক যুক্ত করা ছিল। সকাল সাড়ে ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েবসাইটটি হ্যাক অবস্থায় ছিল।
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
এসএইচ