উৎসবের প্রথম দিন বৃহস্পতিবার (৫ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে পুনর্মিলনী উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, এ বিভাগের শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধণ্য প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছে।
বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুশতাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- কোষাধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস উদ্দীন বিশ্বাস প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুশতাক আহমেদের নেতৃত্বে ক্যাম্পাসে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
উৎসবের প্রথম দিন আনন্দ র্যালির পাশাপাশি দুপুর ২টা থেকে টেকনিক্যাল সেমিনারের আয়োজন করা হচ্ছে । এছাড়া দু’দিন ব্যাপী আয়োজনের দ্বিতীয় দিন (শুক্রবার) জলের গানের পরিবেশনায় কনসার্ট, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণ এবং আতশবাজি প্রজ্বলন করা হবে।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
জিপি/