ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাংলা শিখতে গণ বিশ্ববিদ্যালয়ে তিন বিদেশি শিক্ষার্থী

গণবিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৮
বাংলা শিখতে গণ বিশ্ববিদ্যালয়ে তিন বিদেশি শিক্ষার্থী তিন জাপানি নাগরিক

গণ বিশ্ববিদ্যালয় (সাভার): বাংলা ভাষা শিখতে গণ বিশ্ববিদ্যালয়ের ভাষা-যোগাযোগ ও সংস্কৃতি বিভাগ-২০১৮ সেশনের সার্টিফিকেট কোর্সে ভর্তি হয়েছেন তিন জাপানি নাগরিক।

বৃহস্পতিবার (৫ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডা. লায়লা পারভীন বানুর কার্যালয়ে এসে তার সঙ্গে সাক্ষাত করেন নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীরা।

এরা হলেন- হীতোমী হাসীমোতো, হারু কাৎমাতা এবং কেকো কাৎমাতা।

 

এসময় উপস্থিত ছিলেন- গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন এবং ভাষা-যোগাযোগ ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মুহাম্মদ আবু রায়হান।
 
জানা যায়, গণ বিশ্ববিদ্যালয়ে ভাষা-যোগাযোগ ও সংস্কৃতি বিভাগে আরও তিন জাপানিজ শিক্ষার্থী সার্টিফিকেট কোর্স সম্পন্ন করে একই বিভাগে বর্তমানে ডিপ্লোমা কোর্সে অধ্যয়ন করছেন।  

এ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে এ পর্যন্ত ৮ জন বিদেশি ছাত্র বাংলা ভাষা কোর্স সম্পন্ন করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।