ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে মুক্তিযুদ্ধ বিষয়ক আন্তর্জাতিক সেমিনার শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৮
রাবিতে মুক্তিযুদ্ধ বিষয়ক আন্তর্জাতিক সেমিনার শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাংলা গবেষণা সংসদের উদ্যোগে ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ: শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক অর্জন’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার শুরু হয়েছে।

শুক্রবার (০৬ এপ্রিল) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে দুই দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলা গবেষণা সংসদের সচিব অধ্যাপক মিজানুর রহমান খানের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা।

এতে সভাপতিত্ব করেন বাংলা গবেষণা সংসদের সভাপতি অধ্যাপক খন্দকার ফরহাদ হোসেন।

উপাচার্য এম আব্দুস সোবহান বলেন, বিজয়ের আনন্দ ক্ষণস্থায়ী, পরাজয়ের গ্লানি দীর্ঘস্থায়ী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা সে গ্লানি থেকে মুক্তি লাভ করেছি। আমাদের সচেষ্ট থাকতে হবে যেন কোনো অপশক্তি আমাদের স্বাধীনতার শক্তিকে ভূলুণ্ঠিত না করতে পারে।

এর আগে সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে গিয়ে শেষ হয়। এরপর সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।

সেমিনারের প্রথম দিনে তিনটি অধিবেশনে দেশ-বিদেশের মোট ১১ জন প্রাবন্ধিক এবং দ্বিতীয় দিনে চারটি অধিবেশনে মোট ১৩ জন প্রাবন্ধিক মুক্তিযুদ্ধ বিষয়ে তাদের প্রবন্ধ উপস্থাপন করবেন।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।