বহিষ্কৃতদের মধ্যে বরিশাল জেলায় ৪, ঝালকাঠিতে ২, পিরোজপুরে ১, পটুয়াখালীতে ১, বরগুনায় ২ ও ভোলায় ৫ পরীক্ষার্থী রয়েছেন।
অপরদিকে, অনুপস্থিতির মধ্যে ভোলা জেলায় ১৩৫, বরগুনায় ১০১, পটুয়াখালীতে ১৪১, পিরোজপুরে ৯২, ঝালকাঠিতে ৬২ ও বরিশালে ২৯৭ জন রয়েছেন।
শনিবার (৭ এপ্রিল) ইংরেজী দ্বিতীয়পত্র পরীক্ষায় মোট ৬০ হাজার ৭৮৭ পরীক্ষার্থীর মধ্যে ৫৯ হাজার ৯৫৯ পরীক্ষার্থী অংশ নেন।
শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আনোয়ারুল আজিম বাংলানিউজকে জানান, ২০১৮ সালের এইচএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষাবোর্ডের আওতায় বিভাগের ৬ জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬৩ হাজার ৩২৭ জন। যারমধ্যে ৩২ হাজার ৪৯৬ জন ছেলে এবং ৩০ হাজার ৮৩১ জন মেয়ে পরীক্ষার্থী রয়েছেন।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
এমএস/এসআরএস