শনিবার (৭ এপ্রিল) সকালে বন্দরের হাজি ইব্রাহিম আলম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে ওই পরীক্ষার্থীকে আটক করা হয়। তার নাম ওয়াসিম আকরাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী বাংলানিউজকে বলেন, শনিবার ছিল ইংরেজী ২য় পত্রের পরীক্ষা। হাজি ইব্রাহিম আলম চান স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ওয়াসিম খান নামে এইচএসসি পরীক্ষার্থী লুকিয়ে স্মার্টফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করে। কেন্দ্রে প্রশ্নপত্র দেওয়ার পর ওয়াসিম ওই প্রশ্নপত্রের ছবি তুলে মোবাইল ফোনের ম্যাসেঞ্জারের মাধ্যমে বাইরে অপেক্ষামাণ দুই সহযোগীকে পাঠায়। এরপর বাইরে থেকে দুই সহযোগী উত্তরপত্র লিখে মেসেঞ্জারের মাধ্যমে পুনরায় ওয়াসিমের কাছে পাঠিয়ে দেয়।
তিনি জানান, মেসেঞ্জারের উত্তরের সঙ্গে খাতায় লেখা উত্তরের হুবহু মিল পাওয়া যায়। পরে টহলরত র্যাবের কাছে ওয়াসিম আকরামকে সোপর্দ করা হয়। বাইরে থেকে উত্তরপত্র সরবরাহকারী দু’জনকে আটকে মাঠে নেমেছে র্যাব।
বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
এএ