ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কোটা সংস্কারের দাবিতে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৮
কোটা সংস্কারের দাবিতে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ। ছবি: বাংলানিউজ

বরিশাল: কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেছে।

রোববার (৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা আকস্মিকভাবে সড়ক অবরোধ করলে বরিশাল থেকে বরগুনা, পটুয়াখালী ও ভোলায় সড়কপথে যানচলাচল বন্ধ হয়ে যায়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র জহিরুল ইসলাম বলেন, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে কোটা পদ্ধতির সংস্কারসহ পাঁচ দফা দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিক্ষোভ চলে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত। ফলে এই এক ঘণ্টা বরিশাল-পটুয়াখালী মহাসড়কে যানচলাচল বন্ধ ছিল।

এদিকে স্থানীয়রা জানান, সড়ক অবরোধের কিছুক্ষণের মধ্যেই অবরোধস্থলে পুলিশের সদস্যরা ছুটে আসেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেন।

ব‌রিশাল ম‌ট্রোপ‌লিট‌নের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, তারা এক ঘণ্টার মতো সড়ক অব‌রোধ ক‌রে রাখে। ত‌বে পু‌লিশ গি‌য়ে ছাত্র‌দের সঙ্গে আ‌লোচনা ক‌রে সড়ক থেকে প্র‌তিবন্ধকতা উ‌ঠি‌য়ে দেয়।

উল্লেখ্য, কোটা পদ্ধতি সংস্কারসহ পাঁচ দফা দাবিতে গত ১৭ ফেব্রুয়ারি থেকে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজ ও জেলা পর্যায়ে আন্দোলন কর্মসূচি পালন করছেন চাকরি প্রত্যাশীরা।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৮
এমএস/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।