রোববার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে প্রথম শিফটে এবং বিকেলে দ্বিতীয় শিফটে বিশ্ববিদ্যালয়ের তিনটি ভবনে একযোগে পরীক্ষা শুরু হয়।
পরীক্ষা নিয়ন্ত্রকের দফতর থেকে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের প্রথম ও দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা ২২ এপ্রিল থেকে শুরু হয়েছে।
সকালে পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. বিপ্লব কুমার বিশ্বাস, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. ওমর ফারুক, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক ড. মো. মীর মোশাররফ হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুর রশীদ, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. নজরুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
ইউজি/আরআইএস/