রোববার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইইই ফেস্টিভালের সমাপনী অনুষ্ঠান শুরু হয়, শেষ হয় রাত সাড়ে ৯টায়।
সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভাগীয় প্রধান মুহম্মদ জাফর ইকবাল, বুয়েটের অধ্যাপক ড. মো. আয়নাল হক, রুয়েটের অধ্যাপক আব্দুল গাফফার খান, বিবিএস ক্যাবলের সিলেট জোনের ম্যানেজার নাজমুল হুদা, ইইই বিভাগের সহকারী অধ্যাপক মো. কামরুজ্জামান খান প্রিন্স প্রমুখ।
বক্তব্যে উৎসবের প্রধান অতিথি ও আহ্বায়ক ড. জাফর ইকবাল বলেন, ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের এ ধরনের প্রতিযোগিতায় বেশি করে এগিয়ে আসতে হবে। এখানে তোমরা পড়ালেখা করতে এসেছো। কিন্তু পড়ালেখার পাশাপাশি বাইরের কাজগুলোও করতে হবে।
ফেস্টিভালে অটোনমাস রোবটিক চ্যালেঞ্জ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় সাস্ট ক্র্যাকার নাট এবং রোবো কমবেটে চ্যাম্পিয়ন হয় এনএসইউ ওয়ার রিগ।
এছাড়া ইলেকট্রনিকস অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন তৌহিদুর রহমান, রুবিক্স কিউব কম্পিটিশনে চ্যাম্পিয়ন ফাহিম তাজওয়ার সৈকত, সাইবার গেমস ফিফাতে চ্যাম্পিয়ন মুশফিকুর রহমান, এনএফএস এমডবিউ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জাহিদুল আলম জিম এবং স্ক্যাভেনজার হান্টে চ্যাম্পিয়ন হয় কোবা।
গত ৩ মার্চ দুইদিনব্যাপী এই ফেস্টিভ্যাল অনুষ্ঠানে ফয়জুল হাসান নামের যুবকের হামলায় গুরুতর আহত হন ড. জাফর ইকবাল।
বাংলাদেশ সময়: ০৩২০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৮
বিএসকে