সোমবার (২৩ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান উন্মুক্ত পাঠাগারের উদ্বোধন করেন।
এসময় উপাচার্য উন্মুক্ত পাঠাগারটি একাডেমিক কারিকুলামের পাশাপাশি নানাবিধ জ্ঞানার্জনে সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
পাঠাগারটি প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা সংশ্লিষ্ট সংস্থা, সাধারণ শিক্ষার্থীরা তাদের পঠন-পাঠনের কাজে উন্মুক্ত পাঠাগারটি ব্যবহার করতে পারবেন। তবে বিভাগীয় পরীক্ষার দিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত পাঠাগারটি উন্মুক্ত থাকবে।
উদ্বোধনের সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, ছাত্রনেতা ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৮
কেডি/জেডএস