ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সুনামগঞ্জে জিপিএ-৫ পেয়েছে ৩৬৯ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, মে ৬, ২০১৮
সুনামগঞ্জে জিপিএ-৫ পেয়েছে ৩৬৯ জন সুনামগঞ্জ এস.সি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

সুনামগঞ্জ: এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় সুনামগঞ্জ থেকে ২৩ হাজার ৫৩৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে পাশ করেছে ১৬ হাজার ১২৯ জন।

জেলায় মোট পাশের হার ৬৮.৫৩ শতাংশ। ফেল করেছে ৩১.৪৭ শতাংশ।

সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমদ বাংলানিউজকে জানান, সুনামগঞ্জ জেলায় এ বছর মোট জিপিএ-৫ পেয়েছে ৩৬৯ জন। ছেলেরা জিপিএ-৫ পেয়েছে ১৮৭ জন এবং মেয়েরা পেয়েছে ১৮২ জন।

মাধ্যমিকে এবার পরীক্ষার্থী ছিল ২৩ হাজার ৫৩৬ জন। পাশ করেছে ১৬
হাজার ১২৯ জন ও ফেল করেছে ৭ হাজার ৪০৭ জন। ছেলে পরীক্ষার্থী ছিল মোট ১০ হাজার ৬৫৭ জন ও মেয়ে পরীক্ষার্থী ছিল ১২ হাজার ৮৭৯ জন। ছেলেরা পাশ করেছে ৭ হাজার ৩৫৫ জন ও মেয়েরা পাশ করেছে ৮ হাজার ৭৭৪ জন। শতাংশের দিক থেকে মেয়েরা পাশ করছে ৬৮.১৩ শতাংশ এবং ছেলারা পাশ করেছে ৬৯.০২ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, মে ৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।