কক্সবাজার জেলা প্রশাসন সূত্র অনুযায়ী, ২০১৮ সালে কক্সবাজার জেলা থেকে ১৮ হাজার ৬৭৮ শিক্ষার্থী পরীক্ষা দেওয়া কথা ছিল। কিন্তু ১৮ হাজার ৬২২ শিক্ষার্থী অংশ নেয়।
এবারে বিজ্ঞান বিভাগ থেকে ৩ হাজার ৬১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩ হাজার ১৬৫ জন। পাসের হার ৮৮ দশমিক ৪১ শতাংশ। মানবিক বিভাগ থেকে ৮ হাজার ২৬৪ শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৫ হাজার ১৩৮ জন। তাদের পাসের হার ৬২ দশমিক ১৭ শতাংশ। বানিজ্য শাখা থেকে পরীক্ষা দিয়েছে ৬ হাজার ৭৪৩ জন ছাত্র-ছাত্রী। এদের মধ্যে পাস করেছে ৫ হাজার ৫০১ জন। তাদের পাসের হার ৮১ দশমিক ৫৮ শতাংশ।
কক্সবাজার জেলা প্রশাসক (ডিসি) মো. কামাল হোসেন বাংলানিউজকে বলেন, এবারের এসএসসি’তে কক্সবাজারের মেয়েদের তুলনায় ছেলেদের ফলাফল ভাল হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মে ০৬, ২০১৮
টিটি/এসআরএস