বৃহস্পতিবার (১০ মে) সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান।
তিনি বলেন, ৯ মে (বুধবার) এই কমিটির রূপরেখা তৈরি করা হয়েছে।
সরকারি চাকরিতে কোটা সংরক্ষণ বা সংস্কারের বিষয়ে সরকার কি ব্যবস্থা নেবে, এই দায়িত্ব পালনের জন্য সরকার একটি কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে। কমিটি গঠিত হলে প্রতিবেদন পাওয়ার পর সরকারের পরবর্তী অবস্থান সবাইকে জানিয়ে দেওয়া হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের নেতৃত্বে কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। কমিটির সদস্য সংখ্যা ৪-৫ জন যাই থাকুক, তারা যে প্রতিবেদন দেবে সেই প্রতিবেদন সরকার বিবেচনা করে দেখবে কোটার বিষয়ে সরকারের দায়িত্ব কি হওয়া উচিত। সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, মে ১০, ২০১৮
এসই/এএ