এর প্রতিবাদে সোমবার (২৮ মে) দুপুরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে বরিশাল সরকারি বজ্রমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধের পর তারা বিএম কলেজ ক্যাম্পাসে দফায় দফায় বিক্ষোভ মিছিল করে।
শিক্ষার্থীদের অভিযোগ, তারা কলেজ থেকে আগের সেশনে ভর্তি বাতিল করে পরের সেশনে ভর্তি হয়েছেন। এতে কলেজ কর্তৃপক্ষও তাদের কাছ থেকে চার থেকে পাঁচ হাজার টাকা নিয়েছে। কিন্তু কলেজ থেকে আদৌ ভর্তি বাতিল করা হয়নি। এতে রেজিস্ট্রেশন কার্ড না আসায় বিপুল পরিমাণ টাকা জরিমানা ধার্য করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
তারা তাদের উপর ধার্যকৃত জরিমানা বাতিল ও রেজিস্ট্রেশন কার্ড পাওয়ার জন্য দাবি জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, মে ২৮, ২০১৮
এমএস/আরবি/